বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে কর্মসূচি স্থগিত করার পর তারা এ শ্রদ্ধা নিবেদন করে। আর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাসভবনে সাক্ষাৎ করে তারা।
এসময় আন্দোলনকারীরা হলগুলোতে যেন কোনো শিক্ষার্থীকে হেনস্থা ও হয়রানি করা না হয়, সবাই যেন নির্ভয়ে হলে থাকতে পারে সে বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করে। এছাড়া ক্যাম্পাস বহিরাগতমুক্ত করা, অতিরিক্ত যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে গেট করার দাবি জানায়। উপাচার্য তাদের এসব বিষয়ে আশ্বস্ত করেন।
এসময় উপাচার্য বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত হবে।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বাংলানিউজকে বলেন, আমরা আমাদের আন্দোলন স্থগিতের বিষয়ে উপাচার্যকে অবহিত করেছি। সবাই যেন কোনো ধরনের হয়রানি ছাড়া নির্ভয়ে হলে থাকতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসকেবি/এএ