জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ষবরণ উদযাপনের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি উত্তরা ১৩নং সেক্টরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দ্বিতীয় পর্বে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করেন উপাধ্যক্ষ খোকন চন্দ্র সরকার, বাংলা বিভাগের অধ্যাপক আবদুল মালেক এবং ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য মাহামুদা শিরীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের ১নং সদস্য মুহাম্মদ সামসুদ্দিন লাভলু।
নাচ, গান ও কবিতা আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
সবশেষে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার পরিবেশনার মাধ্যমে আপ্যায়ন করা উপস্থিত সবাইকে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এএটি