বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস মাহমুদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনের পলেস্তেরা খসে পড়ছিলো। একাধিক স্থানে ফাটলও দেখা দিয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বিকল্প কোনো শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে ওই ভবনে পাঠদান করা হচ্ছিলো।
দ্রুত ভবনটি সংস্কার বা বিকল্প পাঠদানের ব্যবস্থা না করা হলে ওই এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
জিপি