ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের মারধর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ১৩, ২০১৮
কুবির বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের মারধর বাসে হামলা চালিয়ে করা হয়েছে ভাঙচুর। ছবি: বাংলানিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাধিক বাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগও পাওয়া গেছে।

রোববার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় বাসগুলোতে এ হামলা হয়।

কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও সকাল থেকে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মহানগর ছাত্রলীগের উত্তেজনা চলছিল বলে জানা গেছে।

কোতয়ালি থানার ইন্সপেক্টর মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশম সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এনটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।