সোমবার (১৪ মে) সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম, সৈয়দ রিজভী, জহিরুল ইসলাম প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। কিন্তু এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে তা জারি হয়নি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করে ভর্তি ও চাকরির ক্ষেত্রে বৈষম্য নিরসন করা হোক।
এ সময় শিক্ষার্থীরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমএস/আরআইএস/