বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল গেটে জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে।
এ সময় কতিপয় বহিরাগত যুবক ক্যাম্পাসের বাইরে উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কলেজের অধ্যক্ষ এবং জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্থানীয় কিছু বহিরাগত যুবক প্রায়ই ক্যম্পাসে ও হোস্টেল রুমে বসে মাদকসেবন করেন। এতে তাদের বাধা দিলে শিক্ষার্থীদের মারধর করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমএস/আরবি/