শিক্ষার্থীদের ১৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
অধ্যাপক প্রভাষ কুমার বাংলানিউজকে জানান, আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমী উপলক্ষে ২ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। আবাসিক হলগুলো ১৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে খালি করতে হবে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় সব হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অফিস ১৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআই