মঙ্গলবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক মো. নুরুল আলম বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের আহবায়কের দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পেয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আাগস্ট ১৪, ২০১৮
এসএইচ