বুধবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরে উপাচার্য প্রদর্শনীর চিত্রগুলো ঘুরে ঘুরে দেখেন। এতে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ এবং বাংলাদেশের স্বাধীনতা আগে ও পরে বাংলাদেশি ও বিদেশি পত্রিকাগুলোর ভূমিকা তুলে ধরা হয়। যেখানে তৎকালীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, সাপ্তাহিক জয়বাংলা, দ্য পাকিস্তান অবজারভার, নিউজ উইক, নিউইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিনসহ জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিবেদন সচিত্র প্রদর্শন করা হয়।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন বাংলানিউজকে বলেন, শোকদিবস স্মরণে সাংবাদিক সমিতি প্রতিবছর এ ধরনের আয়োজন করে। বিশেষ করে আমরা বঙ্গবন্ধুর গণমাধ্যম কেন্দ্রিক স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করি। যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার সুযোগ পায়। প্রদর্শনীতে একশ ৪৮টি আলোকচিত্র রয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসকেবি/ওএইচ/