ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মময় ইতিহাস উপস্থাপন করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খোকন চন্দ্র সরকার, উপাধ্যক্ষ আহসান-উল-আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্ট কলেজের প্রথমবর্ষের ছাত্র জুনায়েদ হোসেন মোল্লা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর ১৯৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকদিবসের কবিতা আবৃত্তি ও হামদ-নাত পরিবেশন করেন ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এএ