শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিমত ব্যক্ত করেন। বাংলার রুমি আহমাদুল ইসলাম হকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ।
শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ কল্যাণ বয়ে আনতে পারে না, বরং এতে কেবল মানুষের দুর্দশাই সৃষ্টি হয়। তাই আমাদের সন্তানদের এর থেকে রক্ষা করতে হবে।
মন্ত্রী বলেন, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হব। পাকিস্তানের বুদ্ধিজীবীরা সেদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি ১০ বছরে পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিন। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ।
বিশেষ অতিথির বক্তব্যে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি ওয়ারেছী বলেন, ইসলামের সঠিক আদর্শ তুলে ধরার জন্য আমাদের ইসলামী শরিয়াহ অনুসরণ করতে হবে এবং সেই তরিকা মোতাবেক জীবন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসকেবি/এনএইচটি