শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত।
বাইরের কেন্দ্রগুলো হলো-বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।
‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। প্রতি আসনের জন্য লড়ছেন ২১ জন ভর্তিচ্ছু।
সকাল ৯টা থেকে পরীক্ষার কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড দেখিয়ে প্রবেশ করছেন।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্র পরিদর্শন করবেন।
পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮৭
এসকেবি/আরবি/