ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘শৈশবের সততা শিক্ষা শিক্ষার্থীদের সুনাগরিক করবে’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
‘শৈশবের সততা শিক্ষা শিক্ষার্থীদের সুনাগরিক করবে’  আলোচনা সভা

ময়মনসিংহ: শৈশবে সততার শিক্ষা নিলে তবেই ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠবে শিক্ষার্থীরা- এমন মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ তৈরির জন্য সারা দেশেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সততা স্টোর কার্যকর ভূমিকা পালন করছে।

স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীরা নৈতিক শিক্ষার চর্চা লাভের সুযোগ পাচ্ছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুল রহমান, উপ-সহকারী পরিচালক মো: এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক ফজলু প্রমুখ।  

সততা স্টোর নামের এ স্টোর পরিচালনা করবে স্কুল ম্যানেজিং কমিটি। এতে অর্থায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়। মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এখানে খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল, জ্যামিতি বক্সসহ শিক্ষা উপকরণ পাবেন শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮ 
এমএএএম/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।