সোমবার (০১ অক্টোবর) সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য (কারিগরি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদুল হাছান জানান, এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৩৯ টি।
এর আগে, গত শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়ে রোববার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল।
উল্লেখ্য, এবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) সকালে ‘এ’ ইউনিট এবং বিকেলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার (১০ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd ) জানা যাবে। এছাড়া হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের তথ্য পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এনটি