মঙ্গলবার (০২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, অধ্যাপক নাসরীন ওয়াদুদ ভারত যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেন ৪ মে। কিন্তু তিনি চলে যান ২৭ এপ্রিল। যাওয়ার সময় বিভাগের চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এ সময় বিভাগের গুরুত্বপূর্ণ বিষয় সমূহ সম্পাদনে অসুবিধা দেখা দেয়। ৪ মে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিভাগের অধ্যাপক ড. মাহফুজা খানম।
পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সত্যতা পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়। পাশাপাশি চেয়ারম্যান থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসকেবি/আরবি/