বুধবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক সিরাজুল হক আলো।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন শিকদার, বাংলাদেশ টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যক্ষ অশোক তরু প্রমুখ।
অধ্যাপক সিরাজুল হক আলো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছে। গুণগত মানোন্নয়নে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন আজ সারাদেশের মানুষের কাছে স্বীকৃত। শেখ হাসিনার নেতৃত্বের মাত্র ১০ বছরে দেশ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে অভাবনীয় অগ্রগতি করতে সক্ষম হয়েছে।
‘সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতির কারণে বাংলাদেশ শিক্ষক সমন্বয় পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে শিক্ষার উন্নয়নের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের বিজয়ী করতে হবে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
টিআর/এএ