প্রাথমিকে মোট ৭৫ হাজার ১৯৫ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১ হাজার ১৪৫ জন। এরমধ্যে কৃতকার্য হয় ৬২ হাজার ৫১৬ জন।
প্রাথমিকে সিলেট জেলায় ৭ হাজার ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬ হাজার ৪৭৯ জন। এরমধ্যে ৬ হাজার ১৬৮ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৩১১ জন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে পাস করেছে ৩ হাজার ২ ৮৭ জন এবং ফেল করে ১৯১ জন।
পরীক্ষায় অংশ নেওয়া মেয়ে ৩ হাজার ১ জন। এরমধ্যে পাস করেছে ২ হাজার ৮৮১ জন। ফেল করেছে ১২০ জন। পাসের হারের দিক থেকে ছেলে শতকরা ৯৪.৭৩ শতাংশ ও মেয়ে ৯৬ শতাংশ।
বাংলাদেশে সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এনইউ/এএ