ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বোর্ড সচিব প্রফেসর তরুণ কুমার সরকার এ তথ্য জানান।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৯৭ দশমিক ৪ শতাংশ। উত্তরের এই জেলায় মোট শিক্ষার্থী ছিলো ১০ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩১৬। পাস করেছে ৫ হাজার ১৫৭ জন। এছাড়া ছাত্রী ৫ হাজার ৫৪৯ জন। পাস করেছে ৫ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।
এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৮০৭ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ। গত বছর বোর্ডের পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৪ শতাংশ। সুতরাং গতবারের চেয়ে এবার জেএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ০ দশমিক ৯৭ শতাংশ।
এছাড়া গতবার জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন। ফলে জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৯৫৫।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসএস/জেডএস