ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন রোববার, যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন রোববার, যাচ্ছেন রাষ্ট্রপতি

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার (২৪ ফেব্রুয়ারি) নোয়াখালীতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওইদিন বিকেল ৩টায় এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আরও বক্তব্য রাখবেন- একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. অনুপম সেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন প্রমুখ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে শিক্ষার্থীদের ১০টি স্বর্ণপদক দেওয়া হবে। এর মধ্যে স্নাতক পর্যায়ের ছয় জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকোত্তর চার জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হবে।

সমাবর্তনে সর্বাধিক দুই হাজার ২৬৩ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ডিগ্রি, ৪৪৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি ও ২১৮ জনকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হবে।

সমবার্তন সফল করতে ২২টি উপ-কমিটি গঠন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।