সম্প্রতি বেসরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ঢাকা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানগুলো গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
গত বছরের ২৮ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ এবং ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে। এরপর গত ২৫ ফেব্রুয়ারি ওই নিষেধাজ্ঞা তুলে নেয়। ওই সময় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নতুন করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করে দেয়া হয়।
আগামী তিন মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দিয়ে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হওয়ার যোগ্যতাও উল্লেখ করে দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ:
আগ্রহীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এই দুটি ডিগ্রীর মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত হতে হবে অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
স্নাতক (পাস) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এই দুটি ডিগ্রীর মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
কলেজে ডিগ্রী কলেজের অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এই দুটি ডিগ্রীর মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত হতে হবে অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস) ও স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এই দুটি ডিগ্রীর মধ্যে একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে, শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত হতে হবে অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশ সময়: ০০৩৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমআইএইচ/এসএইচ