কাতার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৬ মার্চ) কাতারের রাজধানী দোহায় ৫ম বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
রোববার (১০ মার্চ) ইবির ভারপ্রাপ্ত এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ বছরের প্রতিযোগিতাটিতে ৫২টি দেশের ১১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল অংশ নেবে। মোট প্রতিযোগী ৬০০ জন। বাংলাদেশ থেকে একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের দলটি এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করছে।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শাসছুল হক ছিদ্দিকীর নেতৃত্বে প্রতিযোগিতায় অংশ নেবে একই বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আহমদ মুসতায়িন বিল্লাহ। একই শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তারিক এবং দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আব্দুল কাদের। দলের অন্য সদস্য আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নেয়ামত উল্লাহ।
রোববার বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি তাদের সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এমএমইউ