সোমবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জিএস গোলাম রাব্বানী ১০ হাজার ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এজিএস সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৮৮৯৬ ভোট।
এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে সাদ বিন কাদের চৌধুরী ১২ হাজার ১৮৭, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আরিফ ইবনে আলী ৯ হাজার ১৫৪, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লিপি আক্তার ৮ হাজার ৫২৪, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহরিমা তানজিম অর্নি ১০ হাজার ৬০৪, সাহিত্য সম্পাদক পদে মাজহারুল কবির শয়ন ১০ হাজার ৭০০, সংস্কৃতি সম্পাদক পদে আসিফ তালুকদার ১০ হাজার ৭৯৯, ক্রীড়া সম্পাদক পদে শাকিল আহমেদ তানভীর ৯ হাজার ৪৭, ছাত্র পরিবহন সম্পাদক পদে শামস-ঈ-নোমান ১২ হাজার ১৬৩ ও সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন ৯ হাজার ১৯০ ভোটে বিজয়ী হয়েছেন।
১৩টি সদস্য পদে বিজয়ীরা হলেন- যোশীয় সাংমা চিবল ১২ হাজার ৮৬৮, মো. রাকিবুল ইসলাম ঐতিহ্য ১১ হাজার ২৩২, তানভীর হাসান সৈকত ১০ হাজার ৮০৫, তিলোত্তমা সিকদার ১০ হাজার ৪৬৬, নিপু ইসলাম তন্বী ১০ হাজার ৩৯৩, রাইসা নাসের ৯ হাজার ৭৬৮, সাবরিনা ইতি ৯ হাজার ৪৫০, মো. রাকিবুল হাসান রাকিব ৮ হাজার ৬৭৩, নজরুল ইসলাম ৮ হাজার ৫০৯, মোছা. ফরিদা পারভীন ৮ হাজার ৪৬৯, মুহা. মাহমুদুল হাসান ৭ হাজার ৯৭৮, মো. সাইফুল ইসলাম রাসেল ৭ হাজার ৮১২ ও মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ ৬৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
***২৮ বছর পর ডাকসুর ২৫তম ভিপি নূর
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯ আপডেট: ০৫১৭ ঘণ্টা
এসকেবি/পিএম/এমএএম/এনটি