সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের একাংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছেন, ভোর থেকে কিছু ছাত্র ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে।
>>>আরও পড়ুন...ভিপি পদে নূরকে অস্বীকার করে ছাত্রলীগের বিক্ষোভ
এরআগে, রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা নূরকে অস্বীকার করে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ করে। পরে রাত ৪টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামান সিনেট ভবন ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯/আপডেট: ১০০০ ঘণ্টা
এনটি