বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনকে নিয়ে রোকেয়া হলের ফটকে আসেন প্রভোস্ট ও প্রক্টর। এসময় শিক্ষার্থীরা তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।
ডাকসুর ভিপি নুরুল হক বলেন, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করবো। আপনারা ম্যাম কী বলেন তা শুনুন। এর পরিপ্রেক্ষিতে প্রভোস্ট জিনাত হুদা বক্তব্য রাখতে গেলে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ছাত্রীরা। একপর্যায়ে প্রভোস্ট ও প্রক্টর চলে যান।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-হল প্রভোস্টের পদত্যাগ, হল সংসদ বিলুপ্ত করে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করা ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসকেবি/এসআই