বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টায় রোকেয়া হল গেটে ডাকসুতে আন্তর্জাতিক সম্পাদক পদে অংশ নেওয়া শ্রবণী শফিক দিপ্তী এ ঘোষণা দেন। একই সঙ্গে অনশন ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানান তিনি।
এর আগে অনশনকারীদের মধ্যে রাফিয়া, শাফি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে। এজন্য পুনরায় ডাকসু নির্বাচন চেয়ে ১২ মার্চ থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টা পর্যন্ত অনশন চালিয়ে যান প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বড় একটি অংশ ও শিক্ষার্থীরা। ১১ মার্চের নির্বাচনে ভিপি হন নুরুল হক, জিএস হন গোলাম রাব্বানী ও এজিএস পদে জয়ী হন সাদ্দাম হোসেন।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসকেবি/এসআই