রোববার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেন জোটের পক্ষ থেকে ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশ নেওয়া লিটন নন্দী।
পাঁচটি প্যানেল একসঙ্গে ভোট বর্জন করলেও মতানৈক্যের কারণে যৌথভাবে সংবাদ সম্মেলন করতে পারেনি।
লিটন নন্দী বলেন, ১১ মার্চের নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এই নির্বাচন আমরা মানি না। ত্রুটিপূর্ণ নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। এই ডাকসু আমাদের ডাকসু। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
এক প্রশ্নের উত্তরে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, ভিপির বক্তব্য ধোয়াশাপূর্ণ। তার বক্তব্য আন্দোলনের স্পিরিটের জন্য ক্ষতিকর। আমরা আশা করি তিনি আমাদের সমর্থন দেবেন।
ভোট বর্জনকারী বাকি প্যানেলগুলো হলো-বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।
বিকাল ৫টার দিকে এই প্যানেলগুলোর সংবাদ সম্মেলন করে অবস্থান জানানোর কথা রয়েছে
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসকেবি/আরআর