রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মাদ শাহীনুল কবীরসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. নূর বলেন, বাঙালির প্রেরণার উৎস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের একটি স্বাধীন-সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন। তার আদর্শকে বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এএটি/