ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি সভা।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল মিলনায়তনে এক সভায় এ দাবি জানানো হয়েছে।

আগামী ৬ মার্চ জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।  

তিনি বলেন, একটি টেকসই শিক্ষা ব্যবস্থা ও জাতীয় স্বার্থেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই।
 
অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ৬ মার্চের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, ঢাকা মহানগর উত্তরে সভাপতি উপাধ্যক্ষ আ ন ম শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণের সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি  ১৪, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।