ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ভিসির সৌজন্য সাক্ষাৎ

বশেফমুবিপ্রবি: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী শরীফ উদ্দিন, উপ-সচিব শাহগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎকালে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জামালপুরের মেলান্দহে স্থাপিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষাসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানতে চান। উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
 
বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সরকার গুণগত শিক্ষার উপর জোর দিচ্ছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।  

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশে শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে সাফল্য দেখিয়েছে তা অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উদাহরণ হতে পারে। আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।