ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার ঢাবিতে ইউনিবিজ’র ইয়ুথ ফেস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২
রোববার ঢাবিতে ইউনিবিজ’র ইয়ুথ ফেস্ট

ঢাকা: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার মিলনায়তনে রোববার সকাল ৯টায় দি ইউনিবিজ কন্সাল্টেন্টস লিমিটেডের আয়োজনে সার্টিফিকেট ওয়ার্কশপ ইয়ুথ ফেস্ট-২০১২ অনুষ্ঠিত হবে।

ওয়ার্কশপ উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহাদাত আলী।



বিশ্বখ্যাত বক্তারা এই ওয়ার্কশপে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

We Forecast Your Business Globe-এই স্লোগান নিয়ে ২০১০ সালে যাত্রা শুরু করেছিল দি ইউনিবিজ কন্সাল্টেন্টস লিমিটেড।

সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা দেশের নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গত ২৭ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট ওয়ার্কশপ-ইয়ুথ ফেস্ট-২০১১ এর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।

অনুষ্ঠানটির আর্থিক সহায়তা করছে জনতা ব্যাংক লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একুশে টেলিভিশন, কালের কণ্ঠ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং রেডিও আমার ৮৮.৪ এফএম।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।