ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের সুশিক্ষা দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
শিক্ষার্থীদের সুশিক্ষা দিতে হবে

ঢাকা: আগামী দিনে দেশ পরিচালনায় ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শনিবার (০৯ অক্টোবর) মিরপুরের শেওড়াপাড়া মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তৃতীয় শাখায় স্বাস্থ্যসম্মত পরিবেশে চলমান শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং  নবনির্মিত ওযুখানা ও শিক্ষক মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজের সন্তানের মত সদাচারণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। করোনা মহামারীর মধ্যে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার ব্যবস্থা করেছেন। করোনা মহামারী থেকে এখন আমরা মুক্তি পেয়েছি। ফলে স্কুল-কলেজ, শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাতৃত্বসুলভ মনোভাব নিয়ে পাঠদানে গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানটির ওযুখানা উদ্বোধন করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান হচ্ছে কিনা তা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও  ভালো ফলাফল অর্জনে লেখাপড়ায় মনোযোগী হতে বলেন।

পরে তিনি মিরপুর ১৩নম্বর সেকশনে আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভবনের জায়গা ঘুরে দেখেন এবং অবকাঠামো নির্মাণে গুণগত মান বজায় রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাখা-৩ এর প্রধান শিক্ষক আখলাখ আহমেদ।

বাংলাদেশ সময় : ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ০৯,২০২১
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।