ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ফটকের সামনে যানবাহন নিয়ন্ত্রণের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
জবি ফটকের সামনে যানবাহন নিয়ন্ত্রণের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূলফটকের সামনে দিয়ে চলাচলরত ফিটনেসবিহীন বাহাদুরশাহসহ অন্যান্য বেপোরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরশাহ পরিবহন আমাদের বিশ্ববিদ্যালয়ের ফটক দখল করে তাদের স্ট্যান্ড বানিয়েছে। তাদের বেপোরোয়া চলাচলে অনেকসময় আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হলেও তারা কোনো প্রকার কর্ণপাত করে না। এ সময় বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহনের বেপোরোয়া চলাচল রোধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।