ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফরম পূরণের বাড়তি টাকা ফেরত পাবে পরীক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
ফরম পূরণের বাড়তি টাকা ফেরত পাবে পরীক্ষার্থীরা

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের বাড়তি টাকাপরীক্ষার্থীরা ফেরত পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সব বিষয়ের পরীক্ষা না হবার কারণে পরীক্ষায় ব্যয় কমে যাওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণে আদায়কৃত অর্থের অব্যয়তি অংশ ফেরত দেওয়া হবে।  

করোনা মহামারির কারণে এবছর এসএসসিতে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক (যেমন- বাংলা, ইংরেজি, গণিত) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। তবে ফরম পূরণের সময় এসব বিষয়ের জন্যও ফি নেওয়া কেটে নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৭,২০২১
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।