ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে গণযোগাযোগ বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও  পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ফোকলোর গ্যালারিতে বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহান।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর মুহাম্মদ নূরুল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মিজান উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মশিহুর রহমান।

অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ বিভাগের ২১ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের  স্মারক ও অভিবাসন পত্র প্রদান করেন।

এছাড়া অনুষ্ঠানের উপাচার্য বিভাগের আন্ত:কক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন।

সন্ধ্যায় বিভাগের শিক্ষক -শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোঙ্গসাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।