ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মশাল মিছিল বের করে।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়। এ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

জানা যায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ‘গণধর্ষণের’ শিকার হয় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এর প্রতিবাদে দু’দিন ধরে সড়কে অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।