কুষ্টিয়া: ছেলে সন্তানের জন্ম দিয়েই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে এসএসসি পরীক্ষা দিয়েছে মেঘলা খাতুন নামে এক শিক্ষার্থী।
গর্ভে সন্তান নিয়ে সে নিয়মিত ২০২২ সালের এসএসসি পরীক্ষাগুলো দিচ্ছিল।
মেঘলা কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়ার গড়াই আবাসনের আল-আমিনের স্ত্রী। সে এবার আলাউদ্দিন আহামেদ ক্যাডেট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় কুষ্টিয়া হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছিল মেঘলা। মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষার সময় নবজাতক ওই হাসপাতালে ছিল।
মেঘলা খাতুন বলে, এখানকার ডাক্তাররা আমার মনোবল বাড়িয়েছেন। শারীরিকভাবে আমি সুস্থ থাকায় হাসপাতালে বাচ্চা রেখেই ডাক্তারদের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে যাই।
নগর মাতৃসদন হাসলাতালের চিকিৎসক ডা. সুমাইয়া শারমিন বন্যা জানান, স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়ার পর আমরা মেঘলা খাতুনের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে পরীক্ষার হলে পাঠাই। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছে।
উল্লেখ্য: ২০২১ সালের ১৫ মার্চ কারখানা শ্রমিক আল আমিনের সঙ্গে বাল্য বিয়ে হয় মেঘলা খাতুনের।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২২
এসআই