শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর সেবা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) প্রশাসন ভবন-২ এর সম্মেলন কক্ষে দিনব্যাপী এ আয়কর সেবা দেওয়া হয়।
প্রথমবারের মতো আয়কর সচেতনা কার্যক্রমের অংশ হিসেবে এ আয়কর কালেকশন বুথ স্থাপন করা হয়।
এদিন আয়কর কালেকশন বুথের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর প্রধান, সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো .মর্তূজা শরীফুল ইসলাম, সিলেট কর অঞ্চলের সহকারী কর কমিশনার এস এম মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আয়কর সংক্রান্ত সেবা নেন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এএটি