ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাঘাটার ঘড়িদহ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
সাঘাটার ঘড়িদহ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহম্মেদ তুলিপ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জাকির হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪৪৬৭ ।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার  দিকে সাঘাটা উপজেলা হলরুমে রিটানিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ এ ফলাফল ঘোষণা করেন।  

এর আগে  সকাল ৮টা  থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২৪৫২। ১১টি কেন্দ্রে  ১৬৩৮৭ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।