ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পুঠিয়ার দুই ইউপিতে নৌকার জয় 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
পুঠিয়ার দুই ইউপিতে নৌকার জয় 

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই ইউপিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

পরে ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন এই ফল ঘোষণা করেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের মধ্যে ভাল্লুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিল্লুর রহমান নয় হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা একরামুল হক পেয়েছেন পাঁচ হাজার ২৭৬ ভোট।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৯৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা আবু হায়াত পেয়েছেন ছয় হাজার ৩৪৯ ভোট।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২

এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।