ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৩৬ এলাকায় স্থানীয় ভোট: মধ্যরাতের পর প্রচার নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
১৩৬ এলাকায় স্থানীয় ভোট: মধ্যরাতের পর প্রচার নয় ফাইল ছবি

ঢাকা: স্থানীয় সরকারের আসন্ন ১৩৬টি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাত ১২টায়। এরপর সব ধরনের প্রচার বন্ধ করতে হবে প্রার্থী ও তাদের সমর্থকদের।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ১৬ মার্চ ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির ৭২টি পদে উপ-নির্বাচন; একটি উপজেলায় সাধারণ নির্বাচন, কয়েকটি উপজেলার পাঁচটি পদে উপ ও পুননির্বাচন; তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন এবং বিভিন্ন পৌরসভার নয়টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরু ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনি প্রচার বন্ধ করতে হয়। ভোটগ্রহণ শুরু হবে ১৬ মার্চ সকাল ৮টায়। তাই প্রচার বন্ধ করতে হবে ১৪ মার্চ (মঙ্গলবার) মধ্যরাত ১২টায়।

এছাড়া নির্বাচনি ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে কোনো ধরনের মিছিল, শোভাযাত্রা, পথসভা বা প্রচার চালানো যাবে না। প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি এ আইন অমান্য করলে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পাবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ইইউডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।