ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ গ্রহণের আহ্বান সিইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, অক্টোবর ১, ২০২৫
প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ গ্রহণের আহ্বান সিইসির এএমএম নাসির উদ্দিন

ঢাকা: প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, অনলাইনে নিবন্ধন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে হবে। আমরা আশা করব, আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগটা কাজে লাগাবেন।

তিনি জানান, এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক। প্রবাস থেকে ভোট দিতে হলে আপনাকে অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই আমরা ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করব।

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হবে এনআইডি কার্ড, পাসপোর্ট ডিটেইলস এবং প্রবাসের ঠিকানা দিতে হবে। এই অ্যাপের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন করতে হবে, লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।

সিইসি বলেন, এই কাজটি করার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে। এবং ব্যালট পেপার আমাদের এখানে ফেরত পাঠানোর জন্য যে খাম, সেটাও আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন। এটা যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে।

সিইসি আরও বলেন, একটা শিশু যেমন প্রথম পদক্ষেপ নেয়, এটা আমাদের প্রবাসী ভোটের জন্য প্রথম পদক্ষেপ। এটা একটা ঐতিহাসিক সূচনা। এই ঐতিহাসিক অভিযাত্রায় আমরা প্রবাসী ভাইদের সঙ্গে পেতে চাই এবং আমরা চাইব, আপনাদের সক্রিয় অংশগ্রহণে এটা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারব। আমরা বর্তমান মোবাইল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আপনাদের ভোটদানের ব্যবস্থাকে আরও সহজলভ্য ও সহজতর করার উদ্যোগ নিয়েছি।

আগামী নভেম্বর অনলাইনে নিবন্ধনের জন্য অ্যাপটি চালু করার কথা রয়েছে, জানিয়েছেন ইসি কর্মকর্তারা। আর ভোট হওয়ার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করার পর দেশের ভোটারদের আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরপরই তারা ভোট দিয়ে তা ডাকযোগে পাঠাতে পারবেন।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।