ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাংনীর মটমুড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পলি আরা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
গাংনীর মটমুড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পলি আরা মোছা. পলি আরা খাতুন

মেহেরপুর: গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে মোছা. পলি আরা খাতুন (মোরগ প্রতীকে) ২ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সাধারণ সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের প্রয়াত মেম্বার আব্দুস সোবহানের স্ত্রী।

 

পলি আরার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৬৫১ ভোট। মোট ভোট প্রদান হয়েছে ৩ হাজার ১৫৯।  

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলেন ৬ হাজার ৩৯৭ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ৩ হাজার ১৮২ ও পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ২১৫ জন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই ওয়ার্ডের মেম্বার আব্দুস সোবহান নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করতে গিয়ে গরম পানির কড়াইয়ের মধ্যে পড়ে ঝলসে যান। গুরুতর আহতাবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। পরে এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার (সিইসি)।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।