ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজবাড়ীর ২টি আসনে ৯ জনের মনোনয়নপত্র বৈধ, ৭ জনের বাতিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
রাজবাড়ীর ২টি আসনে ৯ জনের মনোনয়নপত্র বৈধ, ৭ জনের বাতিল 

রাজবাড়ী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ৭জনের মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

এর আগে ৩০ ডিসেম্বর রাজবাড়ী-১ আসন থেকে ৯ জন ও রাজবাড়ী-২ আসন থেকে ৭ জন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া ৭ জন হলেন- রাজবাড়ী-১(সদর-গোয়ালন্দ) আসনের স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার, স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মুসল্লি ও স্বতন্ত্র প্রার্থী আশিষ আকবর সুবীর।

এছাড়াও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ও তৃণমূল বিএনপির এস এম ফজলুল হক।

মনোনয়নপত্র বৈধ থাকা প্রার্থীরা হলেন- রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী, তৃণমূল বিএনপির সুলতান, তৃণমূল বিএনপির ডিএম মজিবুর রহমান, জাকের পার্টির মো. আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান বাচ্চু।

এছাড়াও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টির মো. শফিউল আজম খান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) মো. আব্দুল মতিন মিয়া।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।