ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

নির্বাচন ও ইসি

নন-ক্যাডার থেকে ২২৯ সহকারী থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নন-ক্যাডার থেকে ২২৯ সহকারী থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ

ঢাকা: ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডারের তালিকা থেকে ২২৯ জন সহকারী থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিল নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জা জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৪০তম বিসিএসের নন-ক্যাডারদের মধ্য থেকে ২২৯ জনকে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে এবং একজনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়ে আজ আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

নিয়োগপ্রাপ্তদের আগামী ২৬ ডিসেম্বর ইসি সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।