ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

পাবনায় আসন বিন্যাসের দাবি, সিরাজগঞ্জবাসী চায় পুনর্বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, আগস্ট ২৭, ২০২৫
পাবনায় আসন বিন্যাসের দাবি, সিরাজগঞ্জবাসী চায় পুনর্বহাল নির্বাচন ভবনে

ঢাকা: পাবনায় সংসদীয় আসনের সীমানায় পুনর্বিন্যাসের দাবি উঠেছে। আর সিরাজগঞ্জবাসী চায় পুনর্বহাল।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত শুনানিতে এমন দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পাবনার প্রতিনিধি, জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, বর্তমানে সাথিয়া উপজেলা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে পাবনা-১ আসন রয়েছে। বেড়া উপজেলার অপরাংশ ও সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন রয়েছে। আমরা শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন চাই। একইসঙ্গে বেড়ামারা ও সুজানগর নিয়ে পাবনা-২ আসন চাই। এই দুটি আসন বিন্যাসের প্রস্তাবনা ২০১৮ সালে ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

সিরাজগঞ্জের প্রতিনিধি আবদুল মান্নান বলেন, ২০০১ সাল পর্যন্ত আমাদের সিরাজগঞ্জ জেলায় ৭টি আসন ছিল। ২০০৮ সালে একটি আসন কমিয়ে ৬টি আসন করা হয়। আমাদের দাবি, আগে চৌহালী উপজেলা ও শাহজাদপুর উপজেলার পূর্ব অঞ্চলের চারটি ইউনিয়ন মিলিয়ে যে সিরাজগঞ্জ-৬ আসন ছিল, সে আসনটা আমরা ফিরে চাই। আমরা বর্তমানে বেলকুচি ও চৌহালী নিয়ে যে আসনে আছি, সেই আসনে থাকতে চাই না। আমরা দুর্গম ও নদীভাঙন এলাকা হিসেবে একটি মাত্র দাবি করছি-আমরা আগের আসনে ফিরে যেতে চাই।

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।