ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লায় তিন প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কুমিল্লায় তিন প্রার্থীর ভোট বর্জন

কুমিল্লা: ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছেন কুমিল্লায় তিন প্রার্থী।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ব্যালটে ভোটগ্রহণ শুরুর পর দুপুরে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোটগ্রহণ করা হয়েছে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের আমির হোসেন সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। নির্বাচনে তারা ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন।  

কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানও ভোট বর্জন করেছেন। তিনিও সংবাদ সম্মেলনে ভোটের পরিবেশ নেই বলে উল্লেখ করেন। মিজানুর রহমানের ভোট বর্জনের ঘটনার পর চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর পাওয়া গেছে।  

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংবাদ সম্মেলন করে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনার ৮৯টি কেন্দ্রেই জালভোটের অভিযোগ তুলেছেন।


কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টর (সার্বিক) কানিজ ফাতিমা বলেন, প্রার্থীদের কেউ আমাদেরকাছে লিখিতভাবে ভোট বর্জনের কথা জানাননি। তবে একজনকে ভোট বর্জন করতে ভার্চ্যুয়ালি দেখেছি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।