ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল-৩ আসনে লাঙ্গলের টিপু জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বরিশাল-৩ আসনে লাঙ্গলের টিপু জয়ী

বরিশাল: বরিশাল-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।

রোববার (৭ জানুয়ারি) দিনভর ভোট শেষে রাত ১০টায় এ আসনের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষ করেন রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

লাঙ্গল প্রতীকের এ প্রার্থী ২৭ হাজার ৬৮৭ ভোটের ব্যবধানে দ্বিতীয়বার বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটানিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ৫১ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ১২৩ ভোট।

বরিশাল-৩ আসনে ১২৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে ৯৬ হাজার ৯১ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৩০.৯৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।