ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক নির্বাচিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট।

রোববার (৭ জানুয়ারি) ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি জানা যায়।

এ দিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার পর ভোটের এ ফলাফল পাওয়া যায়।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ২৫১ জন। মোট ১৪৭টি ভোটকেন্দ্রে ৮০৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।