ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর ১১ জনই জামানত হারাচ্ছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ১৬ প্রার্থীর ১১ জনই জামানত হারাচ্ছেন

চাঁপাইনবাবগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মোট ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারাচ্ছেন।

সংসদ নির্বাচনে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।

সোমবার (০৮ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারের নির্বাচনে চাঁপাইনববাগঞ্জের তিনটি আসনের সবকটিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

তবে নির্বাচনের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামানত টেকাতে পেরেছেন মাত্র দুই প্রার্থী। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামানত হারাচ্ছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোহা. গোলাম রাব্বানী। এছাড়া এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী নবাব মো. শামসুল হোদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আফজাল হোসেন এবং ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. আব্দুল হালিম জামানত হারাচ্ছেন।  

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহা. আব্দুর রশিদ, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী আজিজুর রহমান।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামানত হারাচ্ছেন বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের নাহিদ আহমেদ এবং বিএনএফের টেলিভিশন প্রতীকের প্রার্থী কামরুজ্জামান খান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৫১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।