ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

যশোরে জাপার ৬ জনসহ জামানত হারালেন ২০ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
যশোরে জাপার ৬ জনসহ জামানত হারালেন ২০ প্রার্থী

যশোর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৩১ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আওয়ামী লীগ ছাড়া প্রতিদ্বন্দ্বী সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে ছয়টি আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) ছয়জন, তিনটি আসনে তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) তিনজন, দুটি আসনে ইসলামী ঐক্যজোটের (মিনার) দুইজন, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) একজন, বিএনএফ’র (টেলিভিশন) একজন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) একজন, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) একজন, দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নোঙর) দুইজন, ন্যাশনাল পিপলস পার্টির (আম) একজন। এছাড়া স্বন্তন্ত্র প্রার্থী দুজন আওয়ামী লীগ নেতা জামানত হারিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেক প্রার্থীকে ২০ হাজার টাকা জামানত দিতে হয়েছিল। যা ইসি সচিবের নামে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ব্যাংকে রাখতে হয়েছিল। আইন অনুযায়ী, এই টাকা সরকারি কোষাগারে জমা হবে। সেই হিসেবে যশোরে জামানত হারানো ২০ প্রার্থীর কাছ থেকে চার লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ২৮ হাজার ৯৯৬। যা মোট ভোটারের শতকরা ৪৩ দশমিক ৭৭ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের প্রাপ্ত ভোট দরকার ছিল ১৬ হাজার ১২৫ ভোট। কিন্ত জাতীয় পার্টির আক্তারুজ্জামান ২ হাজার ১৫১ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৯৩ হাজার ৯৯৭। যা মোট ভোটারের শতকরা ৪২ দশমিক ৪৭ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের প্রাপ্ত ভোট দরকার ছিল ২৪ হাজার ২৫০ ভোট। আসনটিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান ২২২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল ১ হাজার ২৪৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ শাহ ১ হাজার ৯৫০ ভোট এবং বিএনএফের প্রার্থী শামসুল হক ১২০০ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুজ্জামান। তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মনিরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।

যশোর-৩ (সদর) আসনে সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৬৫। যা মোট ভোটারের শতকরা ৩৪ দশমিক ৫৬ ভাগ। এই আসনে জামানত বাঁচাতে প্রার্থীদের প্রাপ্ত ভোট দরকার ছিল ২৫ হাজার ৫৯ ভোট। কিন্ত এ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোহাম্মদ তৌহিদুজ্জামান ১ হাজার ২৪৬ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী মো. কামারুজ্জামান ৩৮৯ ভোট, বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল ৫৫৫ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মাহাবুব আলম বাচ্চু ৩ হাজার ৭১০ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামান ২২৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির সুমন কুমার রায় ৬৩৩ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৫ হাজার ৩৩০। যা মোট ভোটারের শতকরা ৪৭ দশমিক ৩২ ভাগ। জামানত বাঁচাতে প্রার্থীদের ভোট দরকার ছিল ২৫ হাজার ৬৬৭টি। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল ছাড়া সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাবুল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৯৫ ভোট। এ আসনে জাতীয় পার্টির জহুরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী এম শাব্বির আহমেদ পেয়েছেন ১ হাজার ৬৬৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী রণজিৎ কুমার রায় পেয়েছেন ৫৮৬ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুছ আলী পেয়েছেন ৪ হাজার ১৫৩ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল পেয়েছেন ৪২৩ ভোট।

যশোর-৫ (মণিরামপুর) আসনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৫৪ হাজার ৯০২। যা মোট ভোটারের শতকরা ৪৩ দশমিক ৫১ ভাগ। জামানত বাঁচাতে প্রার্থীদের দরকার ছিল ২৫ হাজার ৫৯ ভোট। এ আসনে জাতীয় পার্টির এমএ হালিম ৬২৪ ভোট, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ ২৩৬ ভোট এবং ইসলামি এক্যজোটের প্রার্থী হাফেজ মওলানা নুরুল্লাহ আব্বাসী ৮০৬ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলী। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পেয়েছেন ৭২ হাজার ৩০২ ভোট।

যশোর-৬ (কেশবপুর) আসনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ৮ হাজার ৩১৭। যা মোট ভোটারের শতকরা ৪৯ দশমিক ৭০ ভাগ। জামানত বাঁচাতে প্রার্থীদের দরকার ছিল ১৩ হাজার ৫৪০ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান মাত্র ৬৪০ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজিজুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৯ ভোট।

বাংলাদেশ সময়: ২১২৯, জানুয়ারি ০৮, ২০২৪ 
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।